আমাদের অর্জনসমুহঃ
১ । টেকশই উন্নয়ন অভিষ্টকে সামনে রেখে কচুয়া উপজেলায় পল্লী দারিদ্র নিরসনকল্পে পল্লী সমাজসেবা কার্যক্রম এর আওতায় শুরু থেকে অক্টোবর/২০২৩ মাস পর্যন্ত ২৭০৬ জন ক্ষুদ্রঋণ গ্রহীতার মাঝে ১,৫০,২৩,৮৬৩/- (এক কোটি পঞ্চাশ লক্ষ তেইশ হাজার আট শত তেষট্টি ) টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিনিয়োগ করা হয় ।
২ । ২০২২-২০২৩ অর্থবছরের (জুন/২৩ পর্যন্ত) কচুয়া উপজেলার ০১টি (এক) বেসরকারি এতিমখানায় সর্বমোট ০৯ জন এতিম ও পিতামাতার যত্ন বঞ্চিত শিশুর খাদ্য, পোষাক ও ঔষধ খরচ বাবদ মাসিক মাথাপিছু ২,০০০/- হার সর্বমোট ২,১৬,০০০/- (দুই লক্ষ ষোল হাজার) টাকা ক্যাপিটেশন গ্রান্ট প্রদান ।
৩ । বিগত ২০২২-২০২৩ অর্থবছরে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন ৫৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬,০৬,৬০০/- (ছয় লক্ষ ছয় হাজার ছয় শত) টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান ।
৪ । কচুয়া উপজেলায় বসবাসরত ৪৩৩৫ জন বয়স্ক, ২৭০৮ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, ২৩১০ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীকে বিভিন্ন হারে ভাতা প্রদান (জুন/২৩ পর্যন্ত)।
৫ । নারী কল্যাণ, শিশু কল্যাণ, বয়স্ক শিক্ষা, সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার লক্ষে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত কচুয়া উপজেলার মোট ৪১টি সেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠনকে নিবন্ধন প্রদান ।
৬ । কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত সর্বমোট ৪৯ জন অনগ্রসর জনগোষ্ঠীভূক্ত শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি এবং একই জনগোষ্ঠীভুক্ত ৪৯ জন বয়স্ক ব্যক্তিকে বিশেষ বয়স্ক ভাতা সুবিধার আওতায় নিয়ে আসা (২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত)।
৭ । রোগী কল্যাণ সমিতির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত অসহায়, দরিদ্র রোগীদের ঔষধসহ অন্যান্য সহায়তা প্রদান ।
৮ । সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার ভাতাভোগীদের ভাতা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও গতিশীল করার লক্ষে ৯৫০৯ জন উপকারভোগীর প্রযোজনীয় তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) আপলোডকরন এবং ডিজিটাল পদ্ধতি অনলাইনে ভাতা প্রদান ।
৯ । বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড (পরিচয় পত্র) প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস